Dr. Neem on Daraz
Victory Day

অনলাইন পশুর হাট ‘চরের গরু’ উদ্বোধন


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০২:৩০ পিএম
অনলাইন পশুর হাট ‘চরের গরু’ উদ্বোধন

ঢাকাঃ পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানি পশুর অনলাইন হাট ‘চরের গরু’ উদ্বোধন করা হয়েছে ভালোকিনি ডটকমে।

সোমবার দুপুরে ভার্চুয়ালি এই হাটের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম আব্দুস সালাম, ভালোকিনি ডটকমের সিইও কেরামত উল্লাহ বিপ্লব এবং গাইবান্ধার চর গ্রামের ক্ষুদ্র খামারীরা।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে করোনা মহামারি থেকে বাঁচতে এবারের কোরবানি ঈদে সবাইকে অনলাইনে পশু কেনার আহ্বান জানান।

অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান ভালোকিনি ডটকম বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের সঙ্গে যৌথভাবে এই অনলাইন হাটে কুড়িগ্রাম ও গাইবান্ধার ৪০টি চরগ্রামের ৪০০ গরু বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে। যাতে কৃষকরা তাদের গরু সরাসরি রাজধানীর বিক্রেতাদের কাছে ন্যায্যদামে বেচতে পারবেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে