Dr. Neem on Daraz
Victory Day

জরিমানা মেনে নিল আলিবাবা


আগামী নিউজ | তথ্য ও প্রযুক্তি ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ১২:৩৮ পিএম
জরিমানা মেনে নিল আলিবাবা

ঢাকাঃ চীনা নিয়ন্ত্রক সংস্থার আরোপিত জরিমানা মেনে নিয়েছে একচেটিয়া আধিপত্য বিস্তারকারী চীনের ই–কমার্স জায়ান্ট আলিবাবা। রোববার আলিবাবাকে ২৮০ কোটি ডলারের জরিমানা করে সংস্থাটি।

তথ্যমতে, ২০১৯ সালে আলিবাবা অভ্যন্তরীণ ব্যবসায় যা আয় করেছে তার ৪ শতাংশই দিতে হবে জরিমানা। তবে জরিমানার এই দায় এখন মেনে নিয়েছে আলিবাবা।

আলিবাবার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জো-টিসাই বলেন, ‘বিষয়টি পেছনে ফেলতে পেরে আমরা খুশি। তবে নিয়ন্ত্রকেরা এমন কিছু অঞ্চল দেখছেন, যেখানে অন্যায় প্রতিযোগিতা হতে পারে।’

তিনি আরও জানান, আলিবাবা চীনা নিয়ন্ত্রকদের একচেটিয়া বিরোধী আর কোনো তদন্ত সম্পর্কে অবগত নয়।

এ বিষয়ে আলিবাবা এবং এর প্রতিযোগীরা চীনে দীর্ঘদিন পর্যালোচনায় থাকবে।

চীনের নিয়ন্ত্রকেরা বলেছেন, ইন্টারনেট জায়ান্ট বেশ কয়েক বছর ধরে তার প্রভাবশালী বাজার অবস্থানকে অপব্যবহার করেছে। অন্য প্রতিযোগীদের এই প্ল্যাটফর্মে ব্যবসা করতে বা প্রচার চালানোর ক্ষেত্রে সরিয়ে রেখেছিল আলিবাবা।

এখন আলিবাবা বলছে, তারা ই-কমার্স প্ল্যাটফর্মে নতুন প্রতিযোগীর ব্যবসা করতে ও ব্যবসার ব্যয়কে কমাতে ব্যবস্থা গ্রহণ করবে।

আগামীনিউজ/জনী

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে