Dr. Neem on Daraz
Victory Day

ভুয়া খবরের জন্য ফেসবুক-টুইটার দায়ী : বিল গেটস


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৫, ২০২০, ০৬:৩৬ পিএম
ভুয়া খবরের জন্য ফেসবুক-টুইটার দায়ী : বিল গেটস

করোনাভাইরাস মহামারির সময় ভুয়া তথ্য ছড়ানোর জন্য ফেসবুক ও টুইটারের ওপর দোষ চাপিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এবারের করোনা পরিস্থিতিতে তাকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্রতত্ত্ব অনলাইনে চলে আসে। যদিও এসবকে তিনি ‘আজেবাজে’ কথা বলে উড়িয়ে দিয়েছেন, তবুও সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে আলোচনা চলছেই।

মার্কিন ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ফাস্ট কোম্পানিকে দেয়া সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘এসব বিষয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম কি অনেক বেশি সাহায্য করতে পারে? আমাদের এ ক্ষেত্রে সৃজনশীলতা কি আছে? দুঃখজনকভাবে এসব ডিজিটাল টুল সম্ভবত আমাদের দৃষ্টিতে পাগলামি সব ধারণা ছড়ানোর জন্য মুখ্য ভূমিকা পালন করে থাকে।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানো পাগলামি ধারণার মধ্যে রয়েছে নানা ভুয়া তথ্য, যা মানুষকে মাস্ক না পরার ব্যাপারে উৎসাহ দেয় বা রোগের বিরুদ্ধে প্রতিরোধী ভ্যাকসিন সম্পর্কে সন্দেহতত্ত্ব তৈরি করে।’

বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে কানাডার ভ্যাংকুভারে এক সম্মেলনে বিল গেটস স্টেজে উঠে এক মারাত্মক সতর্কতা জারি করেন। সেই ভিডিও ঘিরেই এখন ছড়িয়েছে নানা তত্ত্ব। সেখানে তিনি বলেছিলেন, ‘আগামী কয়েক দশকে যদি কোনো কিছু এক কোটির বেশি মানুষকে হত্যা করে, তবে তা যুদ্ধের চেয়েও অত্যন্ত সংক্রামক ভাইরাস হওয়ার আশঙ্কা রয়েছে।’

বিল গেটসের সমালোচনা প্রসঙ্গে ফেসবুকের একজন মুখপাত্র বৈশ্বিক এ সমস্যা মোকাবিলায় তাদের উদ্যোগের বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘জানুয়ারি মাস থেকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসির মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে মানুষকে সঠিক তথ্য জানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।'

আগামীনিউজ/ইমরান/এমজামান
    

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে