Dr. Neem on Daraz
Victory Day

ফেসবুকে যেভাবে পাবেন কেয়ার ইমোজি


আগামী নিউজ | তথ্য-প্রযুক্ত ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২০, ১২:৫৬ পিএম
ফেসবুকে যেভাবে পাবেন কেয়ার ইমোজি

ফেসবুকে আগ থেকে লাইক, লাভ, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংরি রিয়্যাক্ট থাকলেও সম্প্রতি যুক্ত হয়েছে কেয়ার ইমোজি।  যদিও এখনও সবাই পায়নি।

স্বাভাবিক ভাবে এই রিয়্যাক্ট ইমোজি আসতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে আপনি চাইলে এখনই এই কেয়ার রিয়্যাক্ট ইমোজি প্রোফাইল সক্রিয় করতে পারেন।

নতুন এই রিয়্যাক্ট ইমোজিতে একটি কিউট ইমোজি দ্বারা হার্টকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণের সময় মানুষ যাতে একে অপরকে সহযোগিতা করে তাই এই রিয়্যাক্ট ইমোজি নিয়ে এসেছে ফেসবুক।

সম্প্রতি ফেসবুক জানিয়েছিল, ফেসবুক এবং মেসেঞ্জার অ্যাপ ছাড়াও ব্যবহারকারীরা ওয়েব ভার্সনেও নতুন ইমোজি এবং রিয়্যাক্ট দেখতে পাবেন। এই রিয়্যাক্টগুলো করোনা ভাইরাস সংক্রমণের সাথে সম্পর্কিত এবং ব্যবহারকারীদের সমর্থনকে নির্দেশ করব।

যেভাবে পাবেন কেয়ার ইমোজি :

১. প্রথমে আপনার ফেসবুকের (লাইট ভার্সনে হবে না) অ্যাপটি আপডেট করুন।

২. এবার প্রোফাইলে থাকা কোনো পোস্টে কমেন্ট করুন এটি লিখে #Care_Emoji_ON।

৩. এরপর ওই কমেন্টে রিয়্যাক্ট করার সময় আপনি কেয়ার ইমোজি দেখতে পাবেন।

৪. এর ১০-২০ মিনিট পর আপনি সব পোস্টে কেয়ার ইমোজি পাবেন।

আগামীনিউজ/তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে