Dr. Neem on Daraz
Victory Day

অ্যান্ড্রয়েড অটোতে লুকানো যাবে অ্যাপ


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৩:২৩ পিএম
অ্যান্ড্রয়েড অটোতে লুকানো যাবে অ্যাপ

অ্যান্ড্রয়েড অটোর 5.1.5006 ভার্সনের নতুন একটি আপডেট এসেছে। নতুন এই আপডেটটি পাওয়া যাচ্ছে গুগল প্লে-স্টোরে। এই আপডেটে নতুন কিছু যোগ করার পাশাপাশি পুরনো কিছু সমস্যারও সমাধান করা হয়েছে।

বিশেষ করে ভয়েস কমান্ডের সমস্যা পুরোপুরি সমাধান করা হয়েছে। কয়েকটি স্মার্টফোন, বিশেষ করে স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবহার করে ভয়েস কমান্ড দিতে পূর্বে যে সমস্যা হতো তা এখন আর হবে না।

স্টিয়ারিং হুইল কন্ট্রোলের সমস্যাও সমাধান করা হয়েছে। যদিও আপডেটটি আসলেও সমস্যাটি সমাধান করতে পেরেছে কি না তা নিয়ে দ্বিমত আছে। কয়েকজন ব্যবহারকারী বলছেন আপডেট ইন্সটল করার পর সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, কিছু বলছেন সমস্যা এখনও রয়েই গেছে।

স্ট্যাটাস বারে এখন থেকে আবহাওয়ার অবস্থা দেখান হবে।

এছাড়া উল্লেখযোগ্য আপডেটগুলোর মধ্যে রয়েছে, মিডিয়া নোটিফিকেশনকে বন্ধ করার ব্যবস্থা এবং অ্যাপ হাইড করার ব্যবস্থা।

উল্লেখ্য, অ্যান্ড্রয়েড অটো হচ্ছে গুগলের একটি অ্যান্ড্রয়েড মিরর সার্ভিস যা ব্যবহার করে গাড়ির মনিটরে মোবাইলের স্ক্রিন ব্যবহার করা যায়। যারা ড্রাইভিং করে থাকেন তাদের জন্য এই সেবাটি খুবই গুরুত্বপূর্ণ।

আগামীনিউজ/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে