Dr. Neem on Daraz
Victory Day

নিমের গুণাগুণ


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২০, ০৭:০২ পিএম
নিমের গুণাগুণ

ছবি; সংগৃহীত

নিমে রয়েছে বহুবিধ ঔষধি গুনাগুণ। প্রাচীন লোকজ নিরাময় জ্ঞান  ও আধুনিক বৈজ্ঞানিক গবেষণার সমন্বয়ে তৈরী হয়েছে ড. নিম সামগ্রী যা ১০০ ভাগ নিরাপদ, অর্গানিক ও হালাল। দীর্ঘ ৪০ বছরের গবেষণায় উদ্ভাবিত নিম সামগ্রী শত ভাগ প্রাকৃতিক এতে কোন ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণ নেই। নিজস্ব অর্গানিক ফার্মে উৎপাদিত হয় এর কাঁচামাল বা উপাদান। নিমকে বলা হয় ভিলেজ ফার্মেসী।নিমের গুনাগুণ বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত।

নিমের প্রধান গুনাগুনঃ

  • নিমে আছে ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জনিত রোগ নিরাময়ের ক্ষমতা।
  • নিম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • নিম প্রাকৃতিক এন্টিসেপটিক (পচন-নিবারক), এন্টিভাইরাল (জীবাণুনাশক) ও এন্টি-ইনফ্লেমেটরী (জ্বালাপোড়া নিবারক)।
  • নিম রক্ত পরিষ্কারক, খুজলি, পাঁচড়া, চুলকানী, কুষ্ঠ ও উপদংশ (যৌনব্যাধি/গরমি ঘা) রোগে উপকারী।
  • নিম চুলের কালো রঙ ধরে রাখে এবং বৃদ্ধি করে।
  • নিম দাঁতের ব্যথা নিরাময়, মুখের দুর্গন্ধ, পাইওরিয়া ও দাঁত দিয়ে রক্ত পড়া এবং মুখ গহ্বরের ঘা নিরাময় করে।
  • নিম একনি, পিম্পল  ও এলার্জি নিরাময় করে।
  • নিম পাতলা পায়খানা বন্ধ ও গ্যাস্ট্রিকে উপকারী।
  • নিম পুরোনো ঘা, খুশকি ও উকুন নিবারক।
  • নিম এজমা, একজিমা ও দাঁদ নিরাময় করে।
  • নিম জন্ম নিয়ন্ত্রণ, সিপিলিস ও গনোরিয়ায়্ উপকারী।
  • নিম ফোলা ও ব্যথায় উপকারী এবং ফোঁড়া পাকাতে সাহায্য করে।
  • নিম ত্বকের মসৃণতা বাড়ায়, মেছতা, ব্রণ ও আর্সেনিকের ঘা নিরাময়ে সাহায্য করে।
  • নিম দাঁত পরিষ্কার ও মজবুত করে।
  • নিম স্থূলতা বা মিটিয়ে যাওয়া রোধ করে।
  • নিম পেটের কৃমি ও প্যারামাইটস নাশক।
  • নিম ক্যানসার প্রতিরোধ ও প্রতিকারে সহায়ক।
  • নিম হৃদরোগ ও হাইপারটেনশনে উপকারী।

এছাড়াও নিমে রয়েছে আরও বহুবিদ গুনাগুণ।

তথ্যসূত্রঃ ড. নিম হাকিম

চেয়ারম্যান বাংলাদেশ নিম ফাউন্ডেশন, ভাইস চেয়ারম্যান ও পরিচালক এশিয়া-ওয়ার্ল্ড নিম অর্গানাইজেশন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে