Dr. Neem on Daraz
Victory Day

নিবন্ধন ৫১ লাখ, টিকা নিয়েছেন ৩৯ লাখ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ১০:৩২ পিএম
নিবন্ধন ৫১ লাখ, টিকা নিয়েছেন ৩৯ লাখ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ দেশে এ পর্যন্ত ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন পুরুষ এবং ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন নারী।

আজ সোমবার (০৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১২ লাখ ২৭ হাজার ৪৬৫ জন। এদের মধ্যে ঢাকা মহানগরীতে ৬ লাখ ১০ হাজার ৫৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৬৪ হাজার ৩৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ ২৪ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে ৪ লাখ ২৩ হাজার ২৮৭ জন, রংপুর বিভাগে ৩ লাখ ৫৭ হাজার ৫৩২ জন, খুলনা বিভাগে ৫ লাখ ৮ হাজার ৩৪২ জন, বরিশাল বিভাগে ১ লাখ ৭৭ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে