Dr. Neem on Daraz
Victory Day

এসএমএস পেলে দ্বিতীয় ডোজের টিকা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১, ০৩:০০ পিএম
এসএমএস পেলে দ্বিতীয় ডোজের টিকা

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছন, মোবাইল ফোনে এসএমএস পাওয়ার পরই দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে অনলাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যায়। তাই যারা এখন টিকা নিতে পারছেন না তারা লকডাউনের পর নির্ধারিত কেন্দ্রে এসে টিকা নিবেন। লকডাউন দীর্ঘায়িত হলে সে ক্ষেত্রে বিকল্প কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়টি নিয়েও স্বাস্থ্য অধিদপ্তর ভাবছে।

অতিরিক্ত মহাপরিচালক জানান, লকডাউনের মধ্যেও টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। টিকা কার্ড সঙ্গে নিয়ে প্রাইভেটকার রিকশা-ভ্যানে করে টিকাকেন্দ্রে আসা যাবে। আর লকডাউন যদি আরও দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে বিকল্প কী ব্যবস্থা করা যায় তা নিয়েও চিন্তাভাবনা চলছে।

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে