Dr. Neem on Daraz
Victory Day

টিকা গ্রহণের পরেও মাস্ক ব্যবহার করতে হবে-ফ্লোরা


আগামী নিউজ | বিল্লাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২১, ০৮:১৩ পিএম
টিকা গ্রহণের পরেও মাস্ক ব্যবহার করতে হবে-ফ্লোরা

আগামী নিউজ

যশোরঃ বুধবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা।হাসপাতালের কেন্দ্রগুলোতে টিকা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের ‘নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগামের পরিচালক (যোগাযোগ) প্রফেসর ডা. রোবেদ আমিন, পোগ্রাম ডা. আব্দুল আলিম, ডা. মারুফ আহমেদ খান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.দিলীপ কুমার রায়,সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রী শেখর, তৌহিদুল ইসলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ, যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডা. মীর আবু মাউদ সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ প্রমুখ।

পরিদর্শন শেষে ডা. ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের জানান, টিকা প্রয়োগের পরেও মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। টিকা গ্রহণে কোন ঝুঁকি নেই। নির্ভয়ে সকলকে টিকা গ্রহণের আহবান জানান তিনি।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে