Dr. Neem on Daraz
Victory Day

বিদেশ গমনেচ্ছুদের করোনার নমুনা সংগ্রহ শুরু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২০, ২০২০, ১০:০৭ পিএম
বিদেশ গমনেচ্ছুদের করোনার নমুনা সংগ্রহ শুরু

ঢাকা : স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত বিদেশ গমনেচ্ছুদের করোনা নমুনা সংগ্রহ শুরু হয়েছে। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি মার্কেটে অস্থায়ী আইসোলেশন কেন্দ্রে প্রথম দিনে সোমবার (২০ জুলাই) ৪০০ জনের নমুনা সংগ্রহ করা হয়।

শুরুর দিনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদেশগামীদের কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

খোঁজ নিয়ে দেখো গেছে, সেখানে ১৭টি করোনা নমুনা সংগ্রহের বুথ রয়েছে। সে বুথগুলোতে স্বাস্থ্য বিধি মেনে বিদেশ গমনেচ্ছু যাত্রীরা করোনার নমুনা দিচ্ছেন। শুধু যে বাংলাদেশি আছেন এমন না। বাংলাদেশে অবস্থিত বিদেশিরা যারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগ করতে চান এরকম অনেকেই সেখানে টেস্ট করতে এসেছেন।

এদিকে ঢাকার বাইরে ১৩ জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে সোমবার (২০ জুলাই) থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। জেলাগুলো হচ্ছে- বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

আগামীনিউজ/এসএআই/এমজামান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে