Dr. Neem on Daraz
Victory Day

মঙ্গলবার থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ২৩, ২০২০, ০৩:১৮ পিএম
মঙ্গলবার থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষা

ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার (২৬ মে) থেকে করোনা শনাক্ত পরীক্ষা শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র।  রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে করোনার পরীক্ষা শুরু হবে।
 
শনিবার (২৩ মে) দুপুরে আগামী নিউজকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধরী। তিনি বলেন, গণস্বাস্থ্যের পরীক্ষা সবার জন্য উন্মুক্ত। সবাই এখানে গিয়ে পরীক্ষা করাতে পারবেন।

তিনি বলেন, মঙ্গলবার থেকে ঢাকা ও সাভারে টেস্ট শুরু করবো। সেখানে দুটো টেস্টই হবে – এন্টিজেন্ট ও এন্টিবডি। থুথু ও রক্ত – দুটোই লাগবে পরীক্ষার জন্য। যেকোনো ব্যক্তি এসে পরীক্ষা করে নিতে পারবে।

টেস্টের অনুমোদন প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনুমোদন তো আমাদের আছেই। তারা তো আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। আমাদের হাসপাতালকে অনুমোদন দিয়েছে। 

আগামীনিউজ/মিঠু/বিজয়

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে