Dr. Neem on Daraz
Victory Day

জীবাণুনাশক শরীরে ছিটানো ক্ষতিকর: স্বাস্থ্য অধিদপ্তর


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২০, ০৮:৫১ পিএম
জীবাণুনাশক শরীরে ছিটানো ক্ষতিকর: স্বাস্থ্য অধিদপ্তর

জীবাণুনাশক সরাসরি মানবদেহে ছিটানো ক্ষতিকর বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাই তারা এ ধরনের কাজ বন্ধের পরামর্শ দিয়েছে। 
 
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) পরিচালক ডা. শাহনীলা ফেরদৌসী স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যপারে সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়, সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছিটানোর কথা গণমাধ্যমে ছবিসহ আসছে। এখানে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার দ্রবণ ব্যবহার করা হচ্ছে। এই দ্রবণ মানুষের চোখ, মুখসহ বাইরের অঙ্গের ক্ষতি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী এই কাজ বিধিবদ্ধ নয়।

জীবাণুনাশকের এমন ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

উল্লখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় ‘জীবাণুনাশক টানেল’ স্থাপনের উদ্যোগের খবর গণমাধ্যমে আসার পরিপ্রেক্ষিতে সব জেলায় সিভিল সার্জনদের উদ্দেশে পাঠানো চিঠিতে আজ এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী নিউজ/ কামরুল/ তাওসিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে