Dr. Neem on Daraz
Victory Day

‘সবাইকে না, বিদেশ ফেরতদের ঘরে থাকতে বলেছি’


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৪, ২০২০, ০৪:১৯ পিএম
‘সবাইকে না, বিদেশ ফেরতদের ঘরে থাকতে বলেছি’

১৭ কোটি মানুষকে নয় শুধুমাত্র বিদেশ ফেরতদের ঘরে থাকতে বলেছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

শনিবার (১৪ মার্চ) সকালে মহাখালীর আইইডিসিআরের অডিটোরিয়ামে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একটি তথ্য আমি গত ২ দিন ধরে দেখতে পাচ্ছি, আমাদের একটি বক্তব্য এমন ভাবে উপস্থাপিত হচ্ছে যাতে জনমন বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা বলেছি, যারা বাইরে থাকেন তারা এসে ঘরে অবস্থান করবেন। তারা যদি ঘরে অবস্থান না করেন সেই ক্ষেত্রে ১৭ কোটি মানুষের জন্য সংক্রমণের আশঙ্কা রয়েছে। আমরা কখনই ১৭ কোটি মানুষকে ঘরে থাকতে বলিনি।

তিনি আরো বলেন, প্রবাসীরা বিদেশে অসুস্থ না হলেও বিদেশের বিমানবন্দর থেকে করোনা নিয়ে আসতে পারেন। সে জন্য প্রবাসীদের দেশে আসতে অনুউৎসাহিত করা হচ্ছে।

আগামীনিউজ/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে