Dr. Neem on Daraz
Victory Day

বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০১:১৯ পিএম
বুস্টার ডোজ পেয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ

ফাইল ছবি

ঢাকাঃ করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে চলমান টিকা কর্মসূচির আওতায় এখন পর্যন্ত মোট ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৭১০ জন টিকার বুস্টার ডোজ নিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে ২৫ হাজার ৫৬৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৯ হাজার ৩৫৫ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৪২ জনকে।

করোনা সংক্রমণ ঠেকাতে টিকা কার্যক্রমের শুরুর পর এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১৩ কোটি ২০ লাখ ১৪ হাজার ৪৫৬ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ১২ কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৯০৭ জন। এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ৭১০ জন।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।

এছাড়া ২০২১ সালের ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৭৭৫ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ২৮৮ জন। গত একদিনে ১৭২ শিক্ষার্থী প্রথম ডোজ টিকা নিয়েছে। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৬০৭ জন। তবে এখন পর্যন্ত কাউকে বুস্টার ডোজ দেওয়া হয়নি।

আর ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে এখন পর্যন্ত ১২ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনকে করোনা প্রথম ডোজ দেওয়া হয়েছে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ফাইজারের বিশেষ এ টিকার ডোজ পেয়েছে ৭১০ শিশু।

দেশে এ পর্যন্ত ৪ লাখ ৯৪ হাজার ৫৭৪ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুই হাজার ১৯১ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে