Dr. Neem on Daraz
Victory Day

চলতি মাসেই চীনে ফিরবেন বাংলাদেশি শিক্ষার্থীরা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ১০:০৪ এএম
চলতি মাসেই চীনে ফিরবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

ঢাকাঃ চীনে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর দেশে ফিরে আসা বাংলাদেশি শিক্ষার্থীরা চলতি মাস (সেপ্টেম্বর) থেকেই চীনে যেতে পারবে।

গত ৭ আগস্ট ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে অনুষ্ঠিত ফলপ্রসূ বৈঠকের ধারাবাহিকতায় বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরার প্রক্রিয়া বাস্তবায়ন হতে যাচ্ছে।

বাংলাদেশি শিক্ষার্থীরা মোট ৬টি চার্টার্ড ফ্লাইটযোগে আগামী ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর ও ২৪ অক্টোবর তারিখে ঢাকা থেকে কুনমিং এবং ২৮ সেপ্টেম্বর, ১২ অক্টোবর ও ২৭ অক্টোবর ঢাকা থেকে গুয়াংজু পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

চার্টার্ড ফ্লাইটগুলোতে এ পর্যায়ে প্রায় এক হাজার পাঁচশত বাংলাদেশি শিক্ষার্থী চীনে ফিরবে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনে আরো চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে