Dr. Neem on Daraz
Victory Day

রাতে আসছে সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ০৪:২৮ পিএম
রাতে আসছে সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা

ফাইল ছবি

ঢাকাঃ চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ করোনা টিকা বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ টিকার এই চালান আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দেশে গত সোমবার রাতেও ২০ লাখ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ছিল চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা।

দেশে এখন পর্যন্ত করোনার টিকা নিবন্ধনকারী সংখ্যা সাড়ে পাঁচ কোটি ছাড়িয়েছে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পাঁচ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৫ জন ও পাসপোর্ট এর মাধ্যমে সাত লাখ ৭৭ হাজার ৪৬১ জন নিবন্ধন করেন।

এদিকে দেশে এতোদিন প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হলেও গত বৃহস্পতিবার থেকে স্কুলগামী শিশুদের টিকা প্রদান শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন দেশে এক কোটির বেশি শিশুকে করোনা টিকা দেয়া হবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে