Dr. Neem on Daraz
Victory Day

২৫শ টাকার নগদ সহায়তা পেলেন ১৭ লাখ ২৪ হাজার মানুষ


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৩:২১ পিএম
২৫শ টাকার নগদ সহায়তা পেলেন ১৭ লাখ ২৪ হাজার মানুষ

ফাইল ছবি

ঢাকাঃ দরিদ্র ও অসহায়দের জন্য সম্প্রতি তিন হাজার ২০০ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্যাকেজের আওতায় ঈদের আগে ১৭ লাখ ২৪ হাজার দিন মুজুর, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রায় ৪৫০ কোটি টাকার নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে এটি  শহরাঞ্চলে এবং ওএমএস গ্রামাঞ্চলে খাদ্য সহায়তার বরাদ্দ বৃদ্ধি করেছে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ক্ষতিগ্রস্তদের আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার জন্য ১৩ জুলাই সরকার নতুন ৩২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ লাখ ৩৭ হাজার দিন মুজুর, ২ লাখ ৩৫ হাজার পরিবহন শ্রমিক এবং প্রায় ৫০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও ১হাজার ৬০৩ জন গ্যারেজ শ্রমিকের মাঝে ঈদের দু’দিন আগে ২৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, ২৩ জুলাই শুরু হওয়া দুই সপ্তাহের কঠোর লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য এই অর্থ কিছুটা হলেও স্বস্তি দেবে।

২৫০০ টাকার নগদ সহায়তার দ্বিতীয় ধাপ এটি। এর আগে গেল বছরের এপ্রিলে সাধারণ ছুটির পর সরকার ৩৫ লাখ মানুষকে ২৫০০ টাকা করে নগদ সহায়তা দিয়েছে। প্রাথমিকভাবে উপকারভোগীর সংখ্যা ৫০ লাখের তালিকা করা হলেও পরবর্তীতে যাচাই-বাছাই শেষে কমিয়ে ৩৫ লাখে নামিয়ে আনা হয়।

উপকারভোগীদের মধ্যে রিক্সাচালক, দিন মুজুর, নির্মাণ শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক রযেছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবার সেই তালিকা থেকে ১৭ লাখ ব্যক্তিকে বেছে নিয়েছে সরকার।

অপরদিকে, সরকার শহরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি দিয়ে খোলা বাজারে পণ্য বিক্রি (ওএমএস)  শুরু করেছে ২৫ জুলাই। যা চলবে ৭ আগস্ট পর্যন্ত।

সারাদেশে কম করে হলেও ৮১৩টি কেন্দ্রে খোলা বাজারে পণ্য বিক্রি হচ্ছে এবং সরকার ১৫০ কোটি টাকার ত্রাণ সহায়তা প্যাকেজ বরাদ্দ করেছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও বলেন, সারাদেশে ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি দরে ২০ হাজার টন চাল এবং ১৮ টাকা দরে ১৪ হাজার টন ময়দা বিক্রি করবে। সরকার প্রতি কেজি চালে ১৭ টাকা এবং প্রতি কেজি ময়দায় ১০ টাকা ভর্তুকি দিচ্ছে।  

গত বছর অবশ্য ওএমএস এর মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি হয়েছিল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে