Dr. Neem on Daraz
Victory Day

পেঁয়াজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি


আগামী নিউজ প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ০১:১৭ পিএম
পেঁয়াজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরঃ আবহাওয়া অনুকূলে থাকা আর পরিমিত পরিচর্যার কারণে এবার পেঁয়াজে ভালো ফলন পেয়েছেন ফরিদপুরের কৃষকেরা। চার মাসের পরিচর্যা শেষে ফরিদপুরের মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বেড়েছে কৃষকের ব্যস্ততা।

ফরিদপুরের সালথা উপজেলার খোঁয়াড় গ্রামের কৃষক মুজিবুর ফকির জানান, ‘আমি ২ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছি। জমিতে হাইব্রিড জাতের পিয়াজ লাগাইছি। এখন তোলা শুরু করেছি। ফলন মোটামুটি ৮০ মন করে হচ্ছে। বাজারে দামও মোটামুটি ভালো যাচ্ছে। এতে করে আমরা খুশি।’

একই উপজেলার বড় বালিয়া গ্রামের পেঁয়াজচাষি মো. হাসান খাঁন জানান, এবার পেঁয়াজের ফলন ভালো। গতবার এ বিঘা জমিতে ৬০ মন পেঁয়াজ পেয়েছিলাম। এবার ৮০ মন করে পাচ্ছি। বাজারে যে দাম বর্তমানে যাচ্ছে তাতে এবারও লাভ হবে বলে আশা করছি।

নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী গ্রামের চাষি এহসানুল হক বলেন, ‘হাইব্রিড পেঁয়াজ ১২০ মন পর্যন্ত ফলন হচ্ছে। এখন তো দাম ভালো। কিন্তু কয়দিন পর যদি দাম কমে যায় তাহলে লোকসান হবে। আগামী ৪টা মাস বিদেশ থেকে যদি পেঁয়াজ আমদানি না করে সরকার তাহলে কৃষক লাভবান হবে।’

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর জেলায় লালতীর, তাহেরপুরী, লালতীর কিং, হাইব্রিডসহ নানা জাতের পেঁয়াজের আবাদ করা হয়েছে। বিঘা প্রতি জাত ভেদে ৬০ থেকে ৯০ মন পেঁয়াজের ফলন পাচ্ছেন তারা।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে