Dr. Neem on Daraz
Victory Day

দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারী যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ১১:০৩ এএম
দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারী যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে

ফাইল ছবি

ঢাকাঃ করোনাভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাধা থাকবে না। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র-সিডিসির নতুন গাইডলাইনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, টিকা গ্রহণকারীরা কম ঝুঁকিতে ভ্রমণ করতে পারবেন বলে শুক্রবার জানিয়েছে সংস্থাটির পরিচালক রচেল ওয়েলেনস্কি।

সংস্থাটির পরিচালক রচেল ওয়েলেনস্কি নির্দেশনায় আরও জানান, টিকাগ্রহণকারীদের ভ্রমণের আগে ও পরে কোভিড টেস্ট করার প্রয়োজন হবে না। সেলফ কোয়ারেন্টাইনেও যেতে হবে না। তবে মাস্ক পরে যাতায়াত করতে হবে।

তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রয়োজন ছাড়া ভ্রমণে নিরুৎসাহিত করেছেন সংস্থাটির পরিচালক।

সিডিসির কাছে করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের বিষয়ে নতুন গাইডলাইন দিতে সংস্থাটির প্রতি আহ্বান জানায় আমেরিকান এয়ারলাইনস ডেলটা এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসসহ বেশ কয়েকটি বাণিজ্যিক গ্রুপ।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে