Dr. Neem on Daraz
Victory Day

ভ্যাকসিন আসছে আজ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২১, ১২:৪১ পিএম
ভ্যাকসিন আসছে আজ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ  ভারত থেকে আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) করোনাভাইরাসের ২০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসছে। তবে বুধবার (২০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং- বিষয়ক এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন ভারত থেকে আগামীকাল ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে।

পরবর্তীতে বিকেলে মন্ত্রীর বক্তব্যের সংশোধনী দিয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী ৩৫ লাখ ডোজের কথা বলেছিলেন। তবে বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। বেক্সিমকো প্রথম দফায় আনবে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন।

মন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন, ভারত উপহার হিসেবে করোনার ২০ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে দেবে। এছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন দেশে আসবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল সব মিলিয়ে ৩৫ লাখ ভ্যাকসিন দেশে আসবে। দেশে ভ্যাকসিন আসার পরই তা দেওয়ার কর্মসূচি শুরু হবে।

ভ্যাকসিনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে তিনি আরও জানান, ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।

রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আব্দুল মোমেন। তিনি জানান, রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এই দলে চীনও আছে।

চীন কোনো উপহার দিচ্ছে কি না, সে সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে