Dr. Neem on Daraz
Victory Day

খুশির মুখে হাসির ঝিলিক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১, ০২:৩৮ পিএম
খুশির মুখে হাসির ঝিলিক

ছবি: সংগৃহীত

পটুয়াখালীঃ জেলার কলাপাড়ায় কিছুদিন আগেও ছিলো না খুশি আক্তার নামের এক নারীর মাথা গোঁজার ঠাঁই। কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে গভীর রাতে আগুনে পুড়ে যায় তার বেঁচে থাকার শেষ সম্বল বসতঘরটি।

অষ্টম শ্রেণিতে পড়ুয়া একমাত্র কন্যা সন্তান আদুরীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। ভাঙাচুরা ঘরে শীতের মধ্যেও কষ্টে রাত যাপন করতে হয় মা ও মেয়ের। এমনকি বৃষ্টির সময়েও ভিজে পুরে থাকতে হয়েছে তাদের।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সেমিপাকা ঘর বরাদ্দ পেয়ে সামান্য আয়ের এই নারীর মিলেছে মাথা গোঁজার ঠাঁই।

জানা গেছে, স্বামীর বাড়িতে স্থান না হওয়ায় ২০০৭ সালে তার বাবার বাড়িতে এসে আশ্রয় নেন খুশি। সেখানেই বসবাস শুরু করেন। রোজগারের জন্য বেঁছে নেন হাঁস পালন। মেয়ে আদুরীকে নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে চলছিলো ছোট একটি সংসার। হঠাৎ করে গত ঈদের আগের রাতে তার বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য দুর্যোগসহনীয় প্রধানমন্ত্রীর উপহারের সেমিপাকা ঘর বরাদ্দ পেয়ে এখন খুশির মুখে হাসির ঝিলিক।

ইতোমধ্যে ঘর নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বরিশাল বিভাগীয় কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ঘরটিতে থাকছে রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা।

এ বিষয়ে খুশি আক্তার লায়লা বলেন, ‘ঘরটি আগুনে পুড়ে যাওয়ার পর মনে হয়েছিলো পৃথিবীতে আমার চেয়ে অসহায় আর কেউ নেই। কোনোদিন কল্পনাও করতে পারিনি আমি পাকা ঘর পাবো। দোয়া করি আল্লাহতালা যেন প্রধানমন্ত্রীকে সুস্থ রাখেন।’

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নাসির মাহামদু বলেন, ‘তার বসতঘরটি আগুনে পুড়ে গিয়েছিলো। সে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সেমিপাকা ঘর বরাদ্দ পেয়েছে। এখন সে সুন্দর ও ভালো ভাবেই বসবাস করতে পারবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারে এ উপজেলায় মোট ৪৫০টি ঘর নির্মাণ করা হচ্ছে। বর্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে।’

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে