Dr. Neem on Daraz
Victory Day

বঙ্গবন্ধু আবাসন : ৩৪ গৃহহীন পেল স্বপ্নের বাড়ি


আগামী নিউজ | খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২০, ১০:১৩ এএম
বঙ্গবন্ধু আবাসন : ৩৪ গৃহহীন পেল স্বপ্নের বাড়ি

ছিমছাম গোছানো ঘরের সারি। অনেকটা জিরো আকৃতিতে নির্মাণ করা হয়েছে ৩৪টি পাকা ঘর। প্রত্যেকটি ঘরের সামনে রয়েছে বারান্দা, ছোট বাগান, হাঁটার জায়গা। আর ঠিক মাঝখানে বিশাল জায়গাজুড়ে রয়েছে ফুল বাগান এবং ওয়াটার রিজার্ভার বা পানি সংরক্ষণের স্থান। শুধু তাই নয়, সেখানে রাখা হয়েছে কমিউনিটি স্পেস।

বলছিলাম বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্পের কথা। খাগড়াছড়ি জেলা শহরের কুমিল্লাটিলা এলাকায় প্রায় দুই একর জায়গার উপর নির্মাণ করা হয়েছে এই আবাসন প্রকল্প। 

হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, এতিম, বিধবা ও অসহায় এমন ৩৪টি পরিবারের ঠাঁই হয়েছে বঙ্গবন্ধু আবাসনের ঘরগুলোতে। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নের জন্য এসব আধুনিক ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। ঘর বরাদ্দ দিয়ে এবং বরাদ্দ পেয়ে খুশি খাগড়াছড়ি পৌর কর্তৃপক্ষ ও সুবিধাভোগীরা।

এ প্রসঙ্গে খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস বলেন, খাগড়াছড়ি শহরের কুমিল্লাটিলা এলাকায় মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু আবাসন। খাগড়াছড়ি পৌরসভা প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছে বঙ্গবন্ধু আবাসন প্রকল্প। গত তিন বছর ধরে চলা প্রকল্পের কাজ শেষ হয় গত বছরের ডিসেম্বরে। মুজিববর্ষ উপলক্ষে তা বরাদ্দ দেওয়া হয়েছে ৩৪টি হতদরিদ্র পরিবারকে। প্রত্যেক প্লটে দুটি থাকার কক্ষ, একটি রান্না ঘর, একটি ডাইনিং, একটি ওয়াশরুম, একটি বারান্দা রয়েছে। আবাসনের মাঝখানে রয়েছে জলাশয়, সেখানে গোসল ও ধোয়া-মোচার ব্যবস্থা আছে। রয়েছে বিদ্যুৎ ও পানির সুবিধা। সব প্লটের সামনে ফুলের বাগান করার জায়গা আছে। বিকালে সবাই গোল ঘরে বসে আড্ডা বা বিশ্রাম নিতে পারবে। আবাসনের ঘর বরাদ্দ পাওয়া পরিবারগুলোর জন্য ময়লা, আবর্জনা ফেলার  সুনির্দিষ্ট ডাস্টবিন আছে। পানি নিষ্কাসনের জন্য আছে ড্রেনেজ ব্যবস্থা। গত ৬ মার্চ আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আবাসনের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। বঙ্গবন্ধু আবাসনে বাসা বরাদ্দ পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের লোকজন।

স্বামী পরিত্যক্তা রহিমা বেগম জানান, এক সময় তিনি ছেলেমেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় থাকতেন। মেয়র তাকে এবং তার সন্তানদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন।

এ নিয়ে পৌর মেয়র রফিকুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ছিল দেশে কোনো মানুষ ঘরহীন থাকবে না। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের জন্য শহরের কুমিল্লাটিলা এলাকায় স্বামী পরিত্যক্তা, এতিম, বিধবা, ভূমিহীন ও দুস্থ পরিবারের জন্য বঙ্গবন্ধু আবাসন গড়ে তুলেছি এবং তা বরাদ্দও দিয়েছি। 

তিনি আরো বলেন, শহরের শালবাগান এলাকায় আরেকটি আবাসন প্রকল্পের কাজ হাতে নিয়েছি এবং তার কাজ শুরু হয়েছে। শেষ হলে তাও অসহায় পরিবারের সদস্যদের বরাদ্দ দেওয়া হবে।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে