Dr. Neem on Daraz
Victory Day

মুক্তি দেওয়া হতে পারে শতাধিক কয়েদি ও ৩০৯২ হাজতিকে


আগামী নিউজ | বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৪:৫৯ এএম
মুক্তি দেওয়া হতে পারে শতাধিক কয়েদি ও ৩০৯২ হাজতিকে

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে বিভিন্ন মামলায় বিচারাধীন ৩ হাজার ৯২ জন হাজতিকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কারা অধিদফতরের এই প্রস্তাব এখন স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ে যাচাই-বাছাই চলছে। এরপর তা পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। সেখান থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। কারা অধিদফতর সূত্র জানায়, দেশব্যাপী করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা অধিদফতরকে বলা হয় দেশের কারাগারগুলোতে জামিনযোগ্য ধারায় আটক কী পরিমাণ হাজতি এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন কয়েদি আছেন যারা অচল অক্ষম এবং ২০ বছরের বেশি সাজা খাটছেন তাদের তালিকা তৈরি করে পাঠাতে। সে অনুযায়ী পৃথক দুটি তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন বলেন, যাদের মামলা এখনো বিচারাধীন, জামিনযোগ্য অপরাধ হলে এদের জামিন দেওয়া যায় কিনা, জামিনযোগ্য ছোট-খাটো অপরাধে যারা কারাগারে রয়েছেন, এরকম ৩ হাজার ৯২ হাজতির নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই প্রস্তাব যাবে আইন মন্ত্রণালয়ে। সেখানে আপত্তি না থাকলে পাঠানো হবে আদালতে। শেষ পর্যন্ত বিচারকই সিদ্ধান্ত নেবেন জামিন দেওয়া যায় কিনা। তিনি বলেন, সাধারণত ঈদ, নববর্ষ বা জাতীয় দিবস সামনে রেখে প্রতিবছর কিছু বন্দীকে মুক্তি দেওয়া হয়। এই রুটিন প্রক্রিয়ার অংশ হিসেবে বছরের বিভিন্ন সময়ে তারা কিছু বন্দীর মুক্তির সুপারিশ করে থাকেন। যাদের অল্প সাজা বাকি আছে, যারা অচল, অক্ষম বা বৃদ্ধ- এরকম বন্দীদের তালিকা করে নিয়মিতভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় মিটিং করে, বোর্ড করে তাদের মধ্য থেকে মুক্তির ব্যবস্থা করে। এরকম বন্দীদের মধ্যে শতাধিক বন্দীর একটি প্রস্তাবও আলাদাভাবে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নভেল করোনাভাইরাসজনিত রোগ কভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি। চীনসহ কয়েকটি দেশের কারাগারে এর আগে ভাইরাস ছড়ানোর ঘটনা ঘটেছে। ঝুঁকি এড়াতে ইরানও এর আগে বিশেষ ব্যবস্থায় বন্দীদের সাময়িক মুক্তি দিয়েছে। দেশের ৬৮টি কারাগারের ৯০ হাজারের মতো বন্দী রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে কোনো বন্দী আক্রান্ত হননি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪০ জন বন্দীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আগামী নিউজ/নাঈম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে