Dr. Neem on Daraz
Victory Day

করোনা সংকটে জনগণের পাশে নেই বিএনপি : কাদের


আগামী নিউজ | বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৪:০১ এএম
করোনা সংকটে জনগণের পাশে নেই বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ও উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে নেই। এ সংকট পুঁজি করে বিএনপি বিভেদের রাজনীতি করছে। গতকাল তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাদের বলেন, করোনাভাইরাসের এ সংকটে বিএনপি নেতারা দেশবাসীর পাশে না দাঁড়িয়ে শুধু সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছেন। এ সংকটময় সময়ও বিএনপির নেতা-কর্মীরা জনগণের পাশে আসেনি, সহযোগিতার হাত বাড়ায়নি। বিএনপি দেশের এ দুঃসময়েও  জনগণের পাশে নেই। তারা সরকারের সমালোচনা করে এ সংকটময় পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতায় লিপ্ত। পদ্মা সেতুর অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, পদ্মা সেতুর অগ্রগতিও থেমে নেই। সর্বশেষ পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮ দশমিক ৫০ শতাংশ। এদিকে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন হাসপাতালসহ সামাজিক সংগঠনের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।

আগামী নিউজ/নাঈম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে