Dr. Neem on Daraz
Victory Day

যত প্রয়োজন তত সেনাসদস্য দেওয়া হবে


আগামী নিউজ | বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: এপ্রিল ২, ২০২০, ০৩:৫৪ এএম
যত প্রয়োজন তত সেনাসদস্য দেওয়া হবে

করোনাভাইরাস মোকাবিলায় যত প্রয়োজন, তত সেনাসদস্য দেওয়া হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ বিষয়ে অহেতুক আতঙ্ক সৃষ্টির প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান এ ধরনের মন্তব্য করেন। সাংবাদিকরা জানতে চান, বিদ্যমান পরিস্থিতিতে মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে কিনা। জবাবে জেনারেল আজিজ আহমেদ ওপরের কথাগুলো বলেন।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা প্রধানমন্ত্রী বিবেচনা করবেন।

তিনি বলেন, সরকার যতদিন চাইবে, ততদিন সেনাবাহিনী থাকবে। এটা তো সরকার নির্ধারণ করবে। সরকার যেদিন বলবে আমরা চলে আসব। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে সেনাপ্রধান ছাড়াও সরকারের সচিব, বিভিন্ন সংস্থার প্রধান ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আগামী নিউজ/নাঈম
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে