Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশি গৃহকর্মী হত্যায় সৌদিতে একজনের মৃত্যুদণ্ড


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০৪:৩৫ পিএম
বাংলাদেশি গৃহকর্মী হত্যায় সৌদিতে একজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

ঢাকাঃ সৌদি আরবে বাংলাদেশি গৃহকর্মী আবিরন হত্যা মামলায় গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

রোববার রিয়াদের ক্রিমিনাল কোর্ট এ রায় ঘোষণা করেন। সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রায়ে গৃহকর্ত্রী আয়েশা আল জিজানীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড সংঘটিত করার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া গৃহকর্তা বাসেম সালেমকে ৩ বছর ২ মাস কারাদণ্ড এবং ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হয়।

এদিকে মামলার অপর আসামি ওই দম্পতির ছেলে ওয়ালিদ বাসেম সালেমের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সহযোগিতার প্রমাণ পায়নি আদালত। তবে তাকে সাত মাস কিশোর সংশোধনাগারে থাকার আদেশ দেওয়া হয়েছে।

আবিরন ২০১৭ সালে ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে গিয়েছিলেন। ২০১৯ সালের ২৪ মার্চ তাকে হত্যা করা হয়। পরে তার পরিবার ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহায়তায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে ২০১৯ সালের ২৪ অক্টোবর তার মরদেহ দেশে আনে।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে