Dr. Neem on Daraz
Victory Day

ইথিওপিয়ায় ১০৪ বাংলাদেশি উদ্ধার


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০, ১১:৩৮ পিএম
ইথিওপিয়ায় ১০৪ বাংলাদেশি উদ্ধার

ছবি; সংগৃহীত

ঢাকাঃ উদ্ধার হয়েছেন ইথিওপিয়ার টাইগ্রেতে সংঘাতগ্রস্ত এলাকায় আটকে পড়া ১০৪ বাংলাদেশি। জাতিসংঘের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে মানবজমিনকে নিশ্চিত করেছেন আদ্দিস আবাবায় দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের বাহিনীকে এ উদ্ধার কাজে সাহায্য করেছে। আটকে পড়া ওই শ্রমিকরা ডিবিএল ইন্ডাস্ট্রিজের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

উদ্ধারের পর তাদেরকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তারা সকলেই ভালো আছেন।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে