Dr. Neem on Daraz
Victory Day

বিদেশে থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা


আগামী নিউজ প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০, ১১:২৮ পিএম
বিদেশে থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা

ফাইল ছবি

ঢাকাঃ বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা সেখানে থেকেই দেশের সব ধরনের সাধারণ নির্বাচনে অংশ নিতে পারবেন।

আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ৪০টি দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে আগামী ৫ বছরের মধ্যে প্রবাসীদের এনআইডি দেবে নির্বাচন কমিশন। খবর ইউএনবির

কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত এবং ব্রিটেনে অবস্থানরত প্রবাসী বাঙালিদের শিগগিরই এনআইডি কার্ড চালু করা হবে।

আগামীনিউজ/এএইচ 

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে