Dr. Neem on Daraz
Victory Day

অবৈধভাবে অবস্থানরতদের দেশে ফেরার সুযোগ দিল মালয়েশিয়া


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০২০, ১০:৩৭ পিএম
অবৈধভাবে অবস্থানরতদের দেশে ফেরার সুযোগ দিল মালয়েশিয়া

ফাইল ছবি

অবৈধ প্রবাসীদের দেশে ফেরার বিশেষ সুযোগ দিয়েছে মালয়েশিয়ায়। দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন এমন লোকেদের নিজ নিজ দেশে ফিরে যেতে নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাজায়মি দাউদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, মালয়েশিয়ায় যারা এক বছরের কম সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তারা এক হাজার রিঙ্গিত, আর যারা এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তারা তিন হাজার রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।

এক্ষেত্রে জরিমানা দিয়ে বিশেষ পাস (স্পেশাল পাস) সংগ্রহ করতে হবে। এই পাস নেয়ার সময় অবশ্যই বিমানের কনফার্ম টিকিট দেখাতে হবে। এরপর কোভিড-১৯ সনদ নিয়ে তারা মালয়েশিয়া ছাড়তে পারবেন।

আগামীনিউজ/এমজামান

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে