Dr. Neem on Daraz
Victory Day

বৈরুতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৩


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৫, ২০২০, ০৬:০৭ পিএম
বৈরুতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ৩

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের (৪ আগস্ট) জোড়া বিস্ফোরণে নিহতদের তালিকায় আরও এক বাংলাদেশি যুক্ত হয়েছেন। এ নিয়ে ওই ঘটনায় মোট তিন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এরমধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও মাদারীপুরের মিজানুর রহমান। দুজনই লেবাননে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৭৮ বাংলাদেশি। তাদের মধ্যে নৌবাহিনীর ২১ জন সদস্যও রয়েছেন। তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিএনএস বিজয়ের সদস্য। বুধবার (৫ আগস্ট) বিকেলে  বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আবদুল্লাহ আল মামুন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে ৪৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া নৌবাহিনীর আহত সদস্যদের মধ্যে মধ্যে দুজনের অবস্থা কিছুটা খারাপ ছিল। তাদের আমেরিকান হাসপাতালে ভর্তির পর একজনের অবস্থার উন্নতি হলে তাকে ছেড়ে দেয়া হয়। বাকিরা জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।


নৌবাহিনীর ১১০ সদস্যের বাকি ৮১ জন কোথায় আছেন– জানতে চাইলে তিনি বলেন, তারা সবাই জাহাজে আছেন এবং ভালো আছেন। বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে এর পরিমাণ এখনই বলা যাবে না।

এ বিষয়ে বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ জাহাঙ্গির আল মোসতাহিদুর রহমান বলেন, লেবাননে বাংলাদেশিদের কারও কোনো সমস্যা আছে কিনা জানার জন্য আমরা দেশটির পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি।

তিনি বলেন,  ‘আমরা মঙ্গলবার বন্দর এলাকায় ব্যস্ত ছিলাম এবং দু’টি হাসপাতালে খোঁজ নিয়েছিলাম কোনও বাংলাদেশে আছে কিনা। আজকে আমরা সব জায়গায় খোঁজ নেব।

বৈরুতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখানে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। সে কারণে অনেকের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হচ্ছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৬টার কিছুটা পরে বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত এবং চার হাজার জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে পুরো বৈরুত শহর ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বৈরুতের বন্দর এলাকা থেকে বড় গম্বুজ আকারে ধোঁয়া উড়ছে, এর কিছুক্ষণের মধ্যে বিকট বিস্ফোরণে গাড়ি, ভবন উড়ে যেতে দেখা যায়।

দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব এক বিবৃতিতে বলেছেন, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বৈরুতের বন্দরের গুদামে ছয় বছর ধরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ করে রাখা হয়েছিল। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

আগামীনিউজ/এমজামান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে