Dr. Neem on Daraz
Victory Day

বৈরুত বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত


আগামী নিউজ | আন্তর্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০২০, ০৯:৫১ এএম
বৈরুত বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত

ছবি : সংগৃহীত

ঢাকা : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

জাহাজটি জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে কাজ করছে। বেশ কয়েকজন প্রবাসীও আহত হয়েছেন। তবে কোনো বাংলাদেশি নিহতের খবর মেলেনি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

‘ভয়াবহ এই বিস্ফোরণ বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস বিজয় জাহাজে আঘাত হানে। এটি বৈরুত বন্দরে ভেড়ানো ছিল,’ জানিয়ে লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কমপক্ষে ১৯ সদস্য আহত হয়েছেন।‘

তার দেয়া তথ্য মতে, একজন সৈনিকের অবস্থা গুরুতর। পাঁচ জনের ইনজুরি মাঝারি পর্যায়ের। বাকি ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবানন থেকে ১৫০ মাইল দূরের এলাকাও কেঁপে ওঠে। এখন পর্যন্ত ৭৮ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

এখনও বিস্ফোরণের কারণ সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।

তবে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, বন্দরের রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটেছে।

আগামীনিউজ/এসপি

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে