Dr. Neem on Daraz
Victory Day

ইতালিতে বাংলাদেশিদের ঢালাও করোনা পরীক্ষার উদ্যোগ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক ‌ প্রকাশিত: জুলাই ৪, ২০২০, ১২:৪৪ পিএম
ইতালিতে বাংলাদেশিদের ঢালাও করোনা পরীক্ষার উদ্যোগ

সংগৃহীত ছবি

ঢাকা: ইতালির কেন্দ্রীয় অঞ্চল লাৎসিওর বাংলাদেশি অভিবাসীদের ঢালাও করানো পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় এ উদ্যোগ নেয়া হয়েছে। 

ইতালির রাজধানী রোমও এই অঞ্চলের অন্তর্ভুক্ত, প্রাচীন এই শহর লাৎসিও অঞ্চলেরও রাজধানী।

ফেব্রুয়ারির শেষ দিকে ইতালিতে কোভিড-১৯ প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে লাৎসিও অঞ্চলে এ যাবৎ আট হাজার ব্যক্তির দেহে এই ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে, যা সবচেয়ে বেশি আক্রান্ত লোমবারদিসহ উত্তরাঞ্চলীয় অন্যান্য এলাকার চেয়ে অনেক কম।

তবে সম্প্রতি বেশ কয়েকটি ‘ক্লাস্টার’ সংক্রমণের ঘটনা কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়, গত কয়েক দিনে নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ জন বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে সর্বশেষ শুক্রবার একজনের সংক্রমণ শনাক্ত হয়েছে, যিনি মাত্রই দেশ থেকে ফিরেছেন।

এক ভোরে ইতালি থেকে ফেরা কয়েকশত প্রবাসীকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার জন্য বিমানবন্দর সংলগ্ন আশকোনা হজক্যাম্পে নেওয়ার পরও তাদের বিক্ষোভের মুখে ছেড়ে দেয় সরকার। ওই প্রবাসীদের বাসায় ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।

এর কিছু দিন পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় করোনাভাইরাস সংক্রমণ দেখা দিতে শুরু করে। পরে ইতালি অতি সংক্রামক এই রোগের বিস্তারে  লাগাম পরাতে পারলেও ধুঁকছে বাংলাদেশ।

গত প্রায় মাসখানেক ধরে বাংলাদেশে প্রতিদিন তিন হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে। এরইমধ্যে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে, মৃত্যুর সংখ্যা পৌঁছে গেছে দুই হাজারের কাছাকাছি।

আগামীনিউজ/এসএআই/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে