Agaminews
Dr. Neem Hakim

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ২৭, ২০২০, ১০:৪১ এএম
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রতীকী ছবি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে সড়ক দুর্ঘটনায় সুজন (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সুমন নামে অপর এক বাংলাদেশি যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৬ জুন) এ দুর্ঘটনা ঘটে। সুজন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের বজরা এলাকার বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকায় বসবাসরত নোয়াখালীর প্রবাসী শরীফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী সুজন ও সুমন দোকানের মালামাল কিনতে সকালে গাড়িতে অক্কাবিল এলাকা থেকে স্প্রিং যাচ্ছিলেন। পথে হাইডেলবার্গ রোডে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়। অপরদিকে সুমনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আগামীনিউজ/জাগো/জেএফএস

Dr. Neem