Dr. Neem on Daraz
Victory Day

সৌদিতে আটকে পড়া ৩৫৭ বাংলাদেশি দেশে ফিরছেন


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ১৮, ২০২০, ০১:০২ পিএম
সৌদিতে আটকে পড়া ৩৫৭ বাংলাদেশি দেশে ফিরছেন

সংগৃহীত ছবি

ঢাকা: বিশ্ব মহামারি করোনায় সৌদি আরবে আটকে পড়া ৩৫৭ জন বাংলাদেশি আগামী ২০ জুন বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, আগামী ২০ জুন সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ৩৫৭ জন বাংলাদেশি দেশে ফিরবেন। আর আগামী ১ জুলাই সৌদি আরবের জেদ্দা থেকে আরো একটি বিশেষ ফ্লাইট ঢাকায় আসবে।

রিয়াদ দূতাবাস জানায়, সৌদি থেকে ফিরতে হলে সৌদি কর্তৃপক্ষ থেকে ইস্যু করা করোনায় আক্রান্ত নন/কোনো উপসর্গ নেই এমন সার্টিফিকেট বিমানে প্রবেশের আগে প্রত্যেক যাত্রীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে তা জমা দিতে হবে। সরকার নির্ধারিত কোয়ারেন্টিন সম্পর্কিত সব সিদ্ধান্ত মেনে চলতে হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস পরা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে