Dr. Neem on Daraz
Victory Day

লন্ডন থেকে দেশে ফিরছেন ১৩০ শিক্ষার্থী


আগামী নিউজ | প্রবাস ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২০, ০২:৩০ পিএম
লন্ডন থেকে দেশে ফিরছেন ১৩০ শিক্ষার্থী

ছবি সংগৃহীত

ঢাকা: বিশ্ব মহামারি করোনাভাইরাসের সংকটের কারণে যুক্তরাজ্যে শিক্ষার্থীদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। করোনার প্রভাবে আটকে পড়া ১৩০ জনেরও বেশি শিক্ষার্থীর সোমবার (১১ মে) দেশে ফেরার কথা রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশ দূতবাসের উদ্যোগে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে রোববার (১০ মে) লন্ডন সময় বিকাল ৬টা ২০মিনিটে তাদের রওনা দেওয়ার কথা। আর সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় তাদের ঢাকা পৌঁছানোর কথা।

ঈদের আগে এসব শিক্ষার্থীদের ফেরত পাঠানোয় তারা পরিবারের সঙ্গে ঈদ করতে পারবেন জানিয়ে যুক্তরাজ্যে রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম বলেন, এই ফ্লাইট চার্টার করার জন্য সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ।

আগামীনিউজ/মিজান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে