Dr. Neem on Daraz
Victory Day

মাদ্রিদে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৩, ২০২০, ০৭:২৩ পিএম
মাদ্রিদে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত

স্পেনের রাজধানী মাদ্রিদে আট বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আটজনই বর্তমানে হাসপাতালে আছেন।

আটজনের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার দুইজন, যশোরের একজন এবং অপরজনের বাড়ি জানা যায়নি। এই প্রথম এক সাথে দেশটিতে মোট আটজন বাংলদেশি এই ভাইরাসের শিকার হলেন। সেখানেই তারা চিকিৎসাধীন।

এরই মধ্যে দেশটির রাজধানী মাদ্রিদসহ অন্যান্য স্থানে কারোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়েছে। এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজকের জুম্মার নামাজও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

যানবাহনে এবং চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩ জন। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন।

আগামীনিউজ/ইমরান/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে