Dr. Neem on Daraz
Victory Day

বন্ধ হচ্ছে সব শুটিং ও সিনেমা হল


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০৩:৩২ পিএম
বন্ধ হচ্ছে সব শুটিং ও সিনেমা হল

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে লকডাউন দেওয়ার কথা ভাবছে সরকার। আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা আসতে পারে।প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে সরকার।

এদিকে যদি লকডাউন দেওয়া হয় তাহলে নাটক ও সিনেমার শুটিং বন্ধ রাখা হবে। তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশর (টেলিপ্যাব) সভাপতি ইরেশ যাকের।

অন্যদিকে সোহানুর রহমান সোহান বলেন, ‘সর্বাত্মক বলতে তো সব কিছুই বন্ধ বোঝায়। যদি সেটা হয়, তাহলে আমরা একাত্মতা প্রকাশ করি। লকডাউন উঠে যাওয়ার পর আবারও পরিচালকরা শুটিংয়ে ফিরতে পারবেন। তবে বিষয়টি নিয়ে আগামী ১৩ এপ্রিল ভার্চুয়াল মিটিং হবে আমাদের। সেখানেই সব কিছু স্পষ্ট করে জানানো হবে।’

এর আগে গত বছরের মার্চে লকডাউনের সময় একই ব্যবস্থা নিয়েছিল সংশ্লিষ্ট সমিতিগুলো। এবারও প্রজ্ঞাপন জারির পর পরিস্থিতি সেদিকেই যাবে বলে ধারনা করছে চলচ্চিত্র ও নাটকের সংগঠনগুলোর কর্তারা। প্রতিটি সংগঠন মূলত অপেক্ষায় আছে সরকারের ‘কঠোর’ লকডাউন নির্দেশনার দিকে।

খবর মিলেছে, সরকার বা সমিতির বিধিনিষেধের আগেই দেশের বেশির ভাগ তারকা এরমধ্যে ফিরেছে নিজ নিজ বাসায়। স্থগিত করেছে পূর্ব নির্ধারিত শুটিং সিডিউল। যার মধ্যে আছেন শাকিব খান, পরীমনি, অপূর্ব, মেহজাবীন চৌধুরী, আফরান নিশো প্রমুখ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে