Dr. Neem on Daraz
Victory Day

সেরা গায়িকা মমতাজ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০, ০৯:২০ এএম
সেরা গায়িকা মমতাজ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলা লোকসংগীতের জন্য তুমুল জনপ্রিয় মমতাজ বেগম। সেরা সংগীতশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ লাভ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট শিল্পী, কলা-কুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদানের ঘোষণা করা হয়।

এই তালিকায় সেরা গায়িকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মমতাজকে।  

দুই দশকের বেশি মমতাজের পেশাদারী সংগীত জীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়।  

প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশীদ সরকারের কাছে গান শেখেন এই জনপ্রিয় শিল্পী। 

এদিকে সংগীত জগতের বাইরে রাজনীতির অঙ্গনেও সফল মমতাজ। তিনি ১০ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ হতে মনোনীত সংসদ সদস্য।  

আগামীনিউজ/এএইচ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে