Dr. Neem on Daraz
Victory Day

বিপ্লবী প্রীতিলতার এলাকায় অভিনেত্রী তিশা


আগামী নিউজ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২০, ০৫:৪৭ পিএম
বিপ্লবী প্রীতিলতার এলাকায় অভিনেত্রী তিশা

ঢাকাঃ ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতাকে ঘিরে নির্মিত হচ্ছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’।

যার কেন্দ্রীয় চরিত্রে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রদীপ ঘোষ পরিচালিত এ ছবিটির কাজ এবার প্রীতিলতার স্মৃতিবিজড়িত চট্টগ্রামে শুরু হয়েছে। পরিচালক জানান, তৃতীয় লটের শুটিং চলছে চট্টগ্রাম যুব বিদ্রোহের ঐতিহাসিক স্থান সমূহে।
২৮ নভেম্বর থেকে শুরু হওয়া এই শুটিং চলবে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব ও পটিয়া উপজেলার ধলঘাট এলাকায়।

পরিচালক বলেন, ‘অনেক দেরিতে হলেও চলচ্চিত্রটি নির্মাণ কাজ শুরু করেছি। আমি মনে করি, ঐতিহাসিকভাবে এর যেমন গুরুত্ব আছে তেমনি প্রীতিলতা আজও তরুণদের অনুপ্রেরণা।’

ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে এই চলচ্চিত্রের বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে থাকছেন মনোজ প্রামাণিক। প্রীতিলতার বাবা চরিত্রে আছেন মান্নান হীরা। কিশোরী প্রীতিলতা মৃন্ময়ী রূপকথা। সূর্য সেন চরিত্রে কামরুজ্জামান তাপু, কল্পনা দত্ত ইন্দ্রাণী ঘটক, নির্মল সেন অমিত রঞ্জন দে, মনোরঞ্জন সুচয় আমিন, ইংরেজ ম্যাজিস্ট্রেট পাশা মোস্তফা কামাল অভিনয় করছেন।

চলচ্চিত্রের পরিচালক প্রদীপ ঘোষ আরও বলেন, ‘আমরা ঐতিহাসিক স্থানগুলোতেই শুটিং পরিচালনা করছি। যে গ্রামগুলোতে বিপ্লবীরা ত্রিশের দশকে তাদের লড়াই পরিচালনা করেছেন আমরা সেই সব স্থানে শুটিং করছি।

ইতোমধ্যে পাহাড়তলীতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাবে হামলার দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। ঐতিহাসিক ধলঘাট যুদ্ধের দৃশ্য ধারণের কাজ চলছে। আমরা চাই নতুন প্রজন্মের কাছে এই চলচ্চিত্র ইতিহাসের দলিল হয়ে থাকুক।’

আগামীনিউজ/প্রভাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে