Dr. Neem on Daraz
Victory Day

অপারেশন সুন্দরবন: টিজারে নতুনত্বের আভাস


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১, ০২:৪৫ পিএম
অপারেশন সুন্দরবন: টিজারে নতুনত্বের আভাস

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ প্রকাশ পেয়েছে মুক্তিপ্রতীক্ষিত অপারেশন সুন্দরবন ছবির টিজার। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি গলফ ক্লাবে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে টিজার প্রকাশ করা হয়।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ, র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারসহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছিলেন সিনেমার সব কলাকুশলী। 

এক মিনিট ৩২ সেকেন্ডের টিজারে প্রকাশ পেয়েছে সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিযান। সুন্দরবন বনদস্যু মুক্ত করার অভিযান নিয়ে সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে। 

ছবির পরিচালক দীপংকর দীপন বলেন, “অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে আমাদের। সেসব কথা বলতে গেলে শেষ হবে না। র‌্যাবসহ সবার সহযোগিতায় কাজটি ভালোভাবে শেষ করতে পেরেছি।”

বেনজীর আহমেদ বলেন, “পৃথিবীর বৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে এখন যেমন শান্ত ও নিবিড়ভাবে পাওয়া যায় সেটা তেমন ছিল না। এখনকার প্রজন্ম বা কয়েক দশক পরের প্রজন্ম হয়তো ভাবতে পারেন সুন্দরবন এমনই। আমাদের দেশের মানুষ বিস্মৃতিপ্রবণ। এর পেছনে যে ত্যাগ-তিতিক্ষা-ভালোবাসা রয়েছে, আমাদের ফোর্সরা জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন চালিয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত করেছে, এক সময় মানুষ হয়তো ভুলে যাবে। সেই ভাবনা থেকেই ছবিটি তৈরি। যাতে প্রজন্মের পর প্রজন্ম জানতে পারে সুন্দরবন কেমন ছিল, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কী করেছে।”

চলচ্চিত্র নির্মাণে যৌথভাবে প্রযোজনা করেছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস। র‌্যাবের সাবেক মহাপরিচালক ড. বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের তত্ত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে