Dr. Neem on Daraz
Victory Day

১৭ বছর পেরিয়ে গেল দিলদারের চলে যাওয়ার


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ০১:৪২ পিএম
১৭ বছর পেরিয়ে গেল দিলদারের চলে যাওয়ার

ঢাকা : বাংলা চলচ্চিত্রের অন্যতম কৌতুক অভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন দিলদার।

দেশের চলচ্চিত্রে সবচেয়ে বেশি হাসির খোরাক যোগানো মানুষটি ২০০৩ সালের ১৩ জুলাই মারা যান। অসম্ভব জনপ্রিয় এই মানুষটির অভাব বাংলা চলচ্চিত্রে আর কেউ পূরণ করতে পারে নাই।

মৃত্যুর একই বছরে অভিনয় জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দিলদার ঢাকাই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ১৯৭২ সালে। তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র 'কেন এমন হয়'। এই ছবির মাধ্যমেই অভিনয়ে অভিষেক।

২০০৩ সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে 'তুমি শুধু আমার' চলচ্চিত্রের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি।

 

আগামীনিউজ/এএস/ এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে