Dr. Neem on Daraz
Victory Day

ঈদের নাটকে তাদের দাপট


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০২০, ০৪:৩৩ পিএম
ঈদের নাটকে তাদের দাপট

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের এই আনন্দকে আরো বাড়িয়ে দিতে বরাবরই টিভি চ্যানেলগুলোর থাকে ভিন্নধর্মী নানা আয়োজন। এবারো তার ব্যতিক্রম নয়। মহামারি করোনায় সব আমেজ নিস্তব্ধ হয়ে আছে। গৃহবন্দি জীবন কাটাচ্ছে সবাই। এরমধ্যেও দেশের সব টিভি চ্যানেলে থাকছে তারকা সমৃদ্ধ
‌নাটক-টেলিছবির সমাহার। যেগুলোর বেশিরভাগই নির্মাণ করা হয়েছে করোনার আগে। এসব নাটকে অভিনয় করেছেন তারকাশিল্পীরা।
ঈদে ব্যস্ত তারকাদের একজদের  মোশাররফ করিম। করোনাভাইরাসের কারণে এবারের শুটিং বন্ধ থাকায় খুব বেশি নাটকে অভিনয় করতে পারেননি এ অভিনেতা। এরপরেও প্রায় দুই ডজন নাটকে দেখা যাবে তাকে। তার অভিনীত উল্ল্যেখযোগ্য নাটকগুলো হলো- 'রাত প্রহরী ফুলন দেবী', 'দুষ্টু ছেলের দল', 'পরিবর্তন', 'তুমি আমি এবং ডিস্টার্ব', 'সদা সত্য বলিব' 'এ ডে উইদাউট ফোন', 'কাছের মানুষ', 'গার্ল ফ্রেন্ড', 'নির্বাচিত নাট্য সপ্তক :কবি বলেছেন', 'ভাইরাল মাসুদ', 'ভিউ বাবা', 'লুকিয়ে বাঁচুক ভালোবাসা', 'রাজনীতি', 'নয় ছয়', 'ম্যাগনেট বাবু' 'আমি পাগল বলছি', 'ঈদ মোবারক', 'হাইপ্রেসার' ও 'গন্তব্যের দিকে'। ছোট পর্দায় রোমান্টিক নায়কের তালিকায় প্রথমভাগেই আসে জিয়াউল ফারুক অপূর্বর নাম। বরাবরের মতো এবারও তাকে পাওয়া যাবে বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে।

এগুলো হলো- 'হঠাৎ দেখা', 'রুদ্র আসবে বলে', 'পারফেক্ট ওয়ান', 'লাভ রিয়েক্ট', 'ভালোবাসি তুমি আমি', 'সে ভালোবেসেছিল', 'বউ এত সুইট কেন?, 'হুড তোলা রিকশা', 'টেক কেয়ার', 'ডিজে নাচব তোর বিয়েতে', 'অ্যারেঞ্জ লাভ', 'লাভ অর ব্রেকআপ', 'জিরো গ্র্যাভিটি', 'ছেলেটি লাজুক', 'ফ্যাশন', 'বিয়ে', 'স্বপ্নভ্রষ্ট', 'ভালোবাসার পঙ্ক্তিমালা', 'দ্য হিরো', 'জুয়াড়ি', 'বন্ধু তুমি বন্ধু আমার', 'শিকার' ও 'ব্যাচ ২৭'। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে-গোলাম সোহরাব দোদুলের সাত পর্বের ধারাবাহিক 'সুন্দর আলীর অপেরা', মোস্তফা সরয়ার ফারুকীর 'আয়েশা', প্রীতি দত্তের 'দ্য মিরর'সহ আরও কয়েকটি নাটক ও টেলিছবিতে। মমকে দেখা যাবে-সাগর জাহানের 'মিম ফ্যাশন অ্যান্ড বিউটি' শিহাব শাহীনের 'ভালোবাসার পঙ্ক্তিমালা', তুহিন অবন্তর 'অতঃপর ভালোবাসার দিন', বিউই শুভর 'শিকার, 'সিরাজগঞ্জের ছেলে, কিশোরগঞ্জের মেয়ে'সহ আরও কয়েকটি নাটকে। বরাবরের মতো বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এগুলোর মধ্যে রয়েছে করোনা সচেতনতা নিয়ে হানিফ সংকেতের 'দূরত্বের গুরুত্ব'। এ ছাড়া এই অভিনেতাকে দেখা যাবে 'দি কাউ বয়', 'শাস্তি', 'তালপাতার সেপাই', 'তুই মরিসনে ক্যা', 'পত্র মিতালী', 'হাড়কিপটে', 'পাত্রী চাই' 'বউ'সহ আরও কয়েকটি নাটকে। মেহজাবিন চৌধুরী অভিনীত একাধিক নাটক, টেলিছবি রয়েছে এবারের ঈদে।

উল্ল্যেখযোগ্য নাটক-টেলিছবি হলো- 'উপহার', 'ফ্যাশন', 'অমিত্রাক্ষর', 'বিয়ে', 'সে ভালোবেসেছিল' 'রুদ্র আসবে বলে', 'পারফেক্ট ওয়ান' ও 'সিগনেচার।' এ ঈদে আফরান নিশোকে একডজনেরও বেশি নাটকে দেখা যাবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো 'উপহার' 'কাপল থেরাপি' 'ফেইক আইডি' 'বিএফ পাস', 'মধ্যবিত্ত' 'এরেঞ্জ লাভ', 'দেবদাস ও জুলিয়েট'; 'পিওর লাভ' 'অপ্রত্যাশিত ভালোবাসা ৪', 'সাইড ইফেক্ট' 'শো মেকার' ও 'সিগনেচার'। এই ঈদে অন্যদেও থেকে পিছিয়ে নেই অভিনেত্রী তানজিন তিশাও। এ গ্ল্যামারকন্যাকে দেখা যাবে-'ভালোবাসি তুমি আমি' 'মধ্যবিত্ত', 'হুড তোলা রিকশা', 'ভালোবাসা নাই', 'হঠাৎ দেখা', 'মিসিং', 'এরেঞ্জ লাভ', 'ডিজে নাচব তোর বিয়েতে', 'লাভ অর ব্রেকআপ', 'পিওর লাভ', 'কাপল থেরাপি'সহ আরও কয়েকটি নাটকে।

আগামী নিউজ/বাবুল

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে