Dr. Neem on Daraz
Victory Day

লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক


আগামী নিউজ | আগামী নিউজ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০৭:০৪ পিএম
লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক

উপমহাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (১১ নভেম্বর) ভোররাতে শ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে। তবে তার অসুস্থতা নিয়ে পরিবারের পক্ষে এখনো পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকর ৯০ বছরে পা দিয়েছেন। সাত দশক ধরে দর্শক ও সমালোচক হৃদয় তৃপ্ত করে চলা ভারতীয় সংগীতের এই জীবন্ত কিংবদন্তি ১৯২৯ সালে ভারতের ইন্দোরে জন্মেছিলেন। কিন্তু তার সংগীত ভারত ছাপিয়ে তাকে পৌঁছে দিয়েছে বিশ্বসংগীতের দরবারে। তিনি প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন। 

আগামী নিউজ/এমআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে