Dr. Neem on Daraz
Victory Day

করোনা: ১ লক্ষ মানুষের রেশনের দায়িত্ব নিলেন শাহেনশা


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০, ০৭:২৬ পিএম
করোনা: ১ লক্ষ মানুষের রেশনের দায়িত্ব নিলেন শাহেনশা

অমিতাভ বচ্চন

ঢাকা: করোনা মেকাবিলায় ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লক্ষ দিনমজুরের খাবারের দায়িত্ব নিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশনের (All India Film Employees Confederation) ১ লক্ষ শ্রমিকের দায়িত্ব নিয়েছেন অমিতাভ। এই উদ্যোগে তিনি পাশে পেয়েছেন সোনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্সকে। সোনি পিকচার্সের তরফ থেকে রবিবার এই সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতিতে অমিতাভ একটি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে তারা ও কল্যাণ জুয়েলার্স শাহেনশার পাশে আছে।অমিতাভ বচ্চন

 দেশের সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লক্ষ দিনমজুর ও তাদের পরিবারকে মাসিক রেশনের দায়িত্ব নিয়েছে তারা। দেশের একটি হাইপারমার্কেট চেনের মাধ্যমেই সমস্ত পরিবারকে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এমনকী পরিবারগুলিকে অর্থিক সাহায্যও করা হবে বলে জানানো হয়েছে। যদিও এখনও কোনও পরিবার এই সাহায্য পেয়েছেন বলে জানা যায়নি।

সম্প্রতি শাহরুখ খানের ‘মীর ফাউন্ডেশন’ ‘এক সাথ’ নামের একটি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বেকার হয়ে যাওয়া মুম্বইয়ের প্রায় সাড়ে ৫ হাজার দিন আনি দিন খাই পরিবারকে রোজ দু’বেলা খাওয়ানোর দায়িত্ব তুলে নিয়েছে। অন্তত একমাস খাদ্য সরবরাহ করা হবে তাঁদের। উপরন্তু ২ হাজার প্লেট খাবার রোজ পৌঁছে যাবে হাসপাতাল আর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের কাছে। যার সমস্ত ব্যায়ভার বহন করবেন শাহরুখ খান নিজে। সলমনের ‘বিইং হিউম্যান’ সংস্থাও বহু দুস্থদের পড়াশোনা, ওষুধপাতির দায়িত্ব নিয়েছে।

আগামী নিউজ/বিআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে