Dr. Neem on Daraz
Victory Day

১ লাখ দিনমজুরের পাশে অমিতাভ বচ্চন


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৬, ২০২০, ০৫:৫৮ পিএম
১ লাখ দিনমজুরের পাশে অমিতাভ বচ্চন

করোনা মোকাবিলায় ভারতের শোবিজ অঙ্গনের মানুষ এক হয়েছেন। নিজেদের জায়গা থেকে  সেরা অনুদান করছেন তারকারা। দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসার অনন্য নজির দেখাচ্ছে ভারতীয় তারকারা।  


লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। এবার সেই সব দিন মজুরদের পাশে দাঁড়ালেন সুপারস্টার অমিতাভ বচ্চন। 
ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লাখ দিনমজুরের খাবারের দায়িত্ব নিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশনের ১ লাখ শ্রমিকের দায়িত্ব নিয়েছেন অমিতাভ। এই উদ্যোগে তিনি পাশে পেয়েছেন সোনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যাণ জুয়েলার্সকে।

সোনি পিকচার্স নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে অমিতাভ একটি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে তারা ও কল্যাণ জুয়েলার্স শাহেনশাহের পাশে আছে। দেশের সব ফিল্ম ইন্ডাস্ট্রির ১ লাখ দিনমজুর ও তাদের পরিবারকে মাসিক রেশনের দায়িত্ব নিয়েছে তারা। দেশের একটি হাইপারমার্কেট চেনের মাধ্যমেই সমস্ত পরিবারকে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে। তাছাড়া পরিবারগুলোকে অর্থিক সাহায্যও করা হবে বলে জানানো হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে