Dr. Neem on Daraz
Victory Day

লোকগীতি চুরির অভিযোগ বাদশার বিরুদ্ধে


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ২৯, ২০২০, ১১:৩৫ এএম
লোকগীতি চুরির অভিযোগ বাদশার বিরুদ্ধে

“বড় লোকের বিটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল গেঁদাফুল…” এই গান কমবেশি বাঙালি শ্রোতাদের অনেকেই শুনেছেন। কিন্তু ব়্যাপার বাদশা ও পায়েল দেবের গাওয়া নয়া মোড়কে ‘গেঁন্দাফুল’ গানটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং। তালিকার একেবারে পয়লা নম্বরে। বাংলা গানে ব়্যাপ হচ্ছে, সে ভাল কথা! কিন্তু আপত্তিটা অন্য জায়গায়। বাংলার মাটির গন্ধ লেগে থাকা এই গান যার সৃষ্টি, মিউজিক ভিডিওর কোথাও তাঁর নামের উল্লেখ নেই। তিনি প্রচারের আলো থেকে শতহস্ত দূরে থাকা রতন কাহার।

এখনও যার নিত্য দিন গুজরান হয় অভাবের মাঝে। সুপারহিট এই গানের মুনাফা তুলছেন বাদশা এবং সোনি মিউজিক ইন্ডিয়া, অথচ স্রষ্টার নামটুকু সৌজন্যমূলকভাবে উল্লেখ করলেন না ভিডিওয়! কিন্তু কেন? প্রশ্ন তুলে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা বলছেন,

কে এই রতন কাহার? তিনি লোকশিল্পী। আমাদের চেনা অনেক গানেরই স্রষ্টা তিনি। কিন্তু নিজে রয়ে গিয়েছেন প্রচারের আড়ালে। বীরভূম জেলার সিউড়ির বাসিন্দা। ভাদু গানে যাঁর অবাধ বিচরণ। পাশপাশি ঝুমুর হোক কিংবা প্রভাতী কীর্তন-লোকগান, রতন কাহারের জুড়ি মেলা ভার! এমন গুণী ব্যক্তির সঙ্গী নিত্য অভাব।এককালে দু’মুঠো ভাত জোগাড় করার জন্যে বিঁড়ি বেঁধে সংসার চালাতেন। আর এখন ভরসা বলতে, এদিক-ওদিক দু’-চারটে অনু্ষ্ঠান, আর যৎসামান্য সরকারি ভাতা। এমন মানুষের নাম আর কেন থাকবে ঝা-চকচকে গানের মিউজিক ভি়ডিওয়। তার গান নিয়েই এখন কোটি টাকার ব্যবসা করবে সোনি মিউজিক সংস্থা ও বাদশা। এমনকী জ্যাকলিনের মতো অভিনেত্রীকে গানের ভিডিওর মুখ হিসেবে দেখা গিয়েছে। কিন্তু বাংলার মাটির মানুষটি সেই বিস্মৃতির আড়ালেই রয়ে গেলেন। নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনদের একাংশ।    

আগামী নিউজ/বিআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে