Dr. Neem on Daraz
Victory Day

ভোটে ব্যর্থ মাহি চাইছেন সংরক্ষিত আসন 


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০৪:৩৭ পিএম
ভোটে ব্যর্থ মাহি চাইছেন সংরক্ষিত আসন 

ফাইল ছবি

ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) স্বতন্ত্র প্রার্থী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে ভোটের মাঠে হেরে এমপি হতে পারেননি তিনি। এবার সেই লক্ষ্য পূরণে কিনেছেন সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাহির পক্ষে তার এক প্রতিনিধি। ফরম সংগ্রহ করেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগের বুথের দায়িত্বশীল এক নেতা।

বলে রাখা ভালো, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনে গো-হারা হারেন তিনি। 

এদিকে মাহি ছাড়াও সংরক্ষিত আসনে মনোনয়ন কিনেছেন বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা। অপু বিশ্বাস, নিপুণ আক্তার, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন , রোকেয়া প্রাচী, ঊর্মিলা শ্রাবন্তী করসহ অনেকে রয়েছেন এ তালিকায়। 


এমআইসি/

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে