Dr. Neem on Daraz
Victory Day

ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে বিজয়ী সরকারি  বাঙলা কলেজ


আগামী নিউজ | মকিবুল মিয়া, সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২১, ১১:৩২ এএম
ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে বিজয়ী সরকারি  বাঙলা কলেজ

ছবি : আগামী নিউজ

ঢাকাঃ ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্কে বিজয়ী মিরপুর সরকারি বাঙলা কলেজ।

‘এটিএন বাংলা’ ও ‘ডিবেট ফর ডেমোক্রেসি ‘কর্তৃক আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস)” এর বিতর্ক দল।

আজ ২০-৬-২০২১ সকালে বিএফডিসিতে এটিএন বাংলার স্টুডিওতে এ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিলো, ‘করোনা প্রেক্ষাপটে এবারের বাজেট বাস্তবসম্মত।

এতে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা কমার্স কলেজ এবং বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করেন, ‘সরকারি বাঙলা কলেজ “।

ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন স্পীকার এর দায়িত্ব পালন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্ট্রাল ফর পলিসি ডায়লগ(সিপিডি) এর সম্মানিত ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন , বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন দুঃসাধ্য।

বাজেট বাস্তবায়নে টাকার অংক না দেখে মানের উপর গুরুত্ব দিতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব শিক্ষার্থীদের টিউশন ফির উপর চাপ তৈরি করবে।

অভিবাসীদের প্রেরিত অর্থের ২ শতাংশ প্রণোদনা বাড়িয়ে ৪ শতাংশ করার বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

তিনি আরো বলেন, সামাজিক নিরাপত্তা খাতকে ফুলিয়ে- ফাঁপিয়ে অনেক বড় করে দেখানো হলেও এ খাত থেকে সরকারি চাকুরীজিবিদের পেনশন ভাতা বাদ দিলে তেমন কিছু থাকে না।

বিতর্ক প্রতিযোগীতায় সরকারি দল ঢাকা কমার্স কলেজকে হারিয়ে বিজয়ী হয় বিরোধীদল সরকারি বাঙলা কলেজ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে