Dr. Neem on Daraz
Victory Day

স্থগিত পরীক্ষা শুরুর অনুমতি চেয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি


আগামী নিউজ | মারজিয়া আকতার, রাবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৭:১৬ পিএম
স্থগিত পরীক্ষা শুরুর অনুমতি চেয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি

ছবিঃ আগামী নিউজ

রাবিঃ স্থগিত পরীক্ষা শুরুর অনুমতি চেয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী বরাবর রাবি উপাচার্যের মাধ্যমে ই-মেইলে একটি দরখাস্ত প্রেরণ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান।

চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ১৭ মার্চ থেকে করোনা মহামারীর কারণে সকল শিক্ষাকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এতে সেসময় বেশ কয়েকটি বিভাগে চলমান পরীক্ষা আটকে যায়। সম্প্রতি একাডেমিক কাউন্সিলের সিন্ধান্ত মোতাবেক বিভাগগুলো স্বাস্থ্যবিধি মেনে এসব আটকে যাওয়া পরীক্ষা নেয়া শুরু করে। বর্তমানে প্রায় প্রতিটি বিভাগেই পরীক্ষাগুলো শেষ পর্যায়ে রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ‘দীর্ঘদিন ধরে আটকে থাকা পরীক্ষাসমূহ পুনরায় স্থগিত করায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। উপরন্তু, পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় মেস ও বাসা ভাড়া নিতে হয়েছিল শিক্ষার্থীদের। এদের প্রায় সবাইকে মেস বা বাসা মালিকদের বেঁধে দেয়া দুই বা তিন মাসের ভাড়া অগ্রিম পরিশোধ করতে হয়েছে। এখন পরীক্ষা স্থগিত হওয়ায় পরিশোধ করা এসব বাড়তি অর্থ ক্ষতির খাতায় রাখতে হচ্ছে। নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের এ আর্থিক ক্ষতি বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। এমতাবস্থায়, শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে অসমাপ্ত পরীক্ষাগুলো সম্পন্ন করতে আপনার (শিক্ষামন্ত্রী) আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

জানতে চাইলে ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আজ অফিস টাইম শেষ হয়ে যাওয়ায় শিক্ষামন্ত্রীকে চিঠিটি ই-মেইলে পাঠানো হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) ডাক যোগে চিঠিটি পাঠিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ড. আব্দুল আলীম খান জানান, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো চিঠি পাঠিয়েছে কিনা সেটি বৃহস্পতিবার সকালে জানা যাবে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে