Dr. Neem on Daraz
Victory Day

পরীক্ষা ছাড়া ফল প্রকাশ বিলে রাষ্ট্রপতির সম্মতি


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ১১:২৮ পিএম
পরীক্ষা ছাড়া ফল প্রকাশ বিলে রাষ্ট্রপতির সম্মতি

ছবি: সংগৃহীত

ঢাকাঃ পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি বিলেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৫ জানুয়ারি) বিল তিনটিতে প্রেসিডেন্টের সাক্ষরের পর সেগুলো আইনে পরিণত হয়েছে। এখন এইচএসসি’র ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। যেকোনো দিন ফলাফল প্রকাশ হতে পারে। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল দিতে এই আইনটি পাস করা হয়।

রবিবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাসের জন্য উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এরপর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ বিল দু’টিও পাস হয়।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে